সৃজিত হয়েছে মানুষ, সময়ের প্রবাহধারা।
আসে আর যায়, আছে কত আছে পথহারা।
লক্ষ লক্ষ বছরের বহমান স্রোতধারা।
অসংখ‌্য মানুষ জন্মেছে , মরেছে এ ধরা।
গড্ডালিকায় গা ভাসিয়ে তলিয়ে গেছে বিগতরা।
জ্ঞানী-গুণী জন্মেছে, মানুষের আজো মনে আছে তারা।
মেরেছে মানুষ- মরেছে মানুষ, টীকে আছে সত্যধারা।


হয়েছে যুদ্ধ-বিগ্রহ, শান্তি স্থিতি ধর্য্য ধরেছে তাঁরা।
সত্যের তরে জীবন তুচ্ছ যুগে যুগে দেখিয়েছেন যারা।
ভূলে আছি আজ কত শত শহীদান, ভ্রান্তিতে মোরা।
নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, আঃ কাদের মোল্লা..
দেখিয়েছেন পথ, এ যুগের লড়াকু বীরেরা।
ডরেছে সব ভ্রান্তি, ভয় দেখায় মজলুমে কারা?
অনুসরণ করেছেন জ্ঞানীর, ধন্য মানব, দ্রবতারা।